নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার মামলায় ৯১ নম্বর আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে সোনারগাঁ ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়।
সানাউল্লাহ বেপারী বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালে কাঁচপুর ব্রিজ এলাকায় ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয় (নং-১৬)। এতে ২৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।
ওসি মো. মফিজুর রহমান জানান, গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে এবং নতুন অভিযোগ যাচাই করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।