নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।
এক সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ফায়েজা বেগম ও ওসমানউদ্দীন অভিযোগ করেন, শাহজাহান ভূইয়া জোরপূর্বক তাদের কৃষিজমি ও বাড়ি দখল করেছেন। ফায়েজা বেগম জানান, তারা ৪২ বছর ধরে ভোগদখলে থাকা ১৮ শতাংশ জমিতে হালচাষ করে দখল নিয়েছেন শাহজাহান। ওসমানউদ্দীনের অভিযোগ, তাকে ভয় দেখিয়ে তার বসতবাড়িও দখল করেন তিনি।
তারা দাবি করেন, বিএনপির পদ ব্যবহার করে শাহজাহান এলাকায় নানা অপকর্মে লিপ্ত। তারা তারেক রহমানের কাছে অভিযুক্তের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে মো. শাহজাহান ভূইয়া বলেন, আদালতের রায় অনুযায়ী জমি দখলে নিয়েছেন এবং কাউকে হুমকি দেননি। অন্য অভিযোগকারীদের তিনি চিনেন না বলেও দাবি করেন।