নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার ভারগাঁও কাজীপাড়া এলাকায় স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম জানান, গত ২৭ এপ্রিল রাত ১০:৩০টায় তিনি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ৫-কেভিএ ট্রান্সফরমারটি সুস্থ অবস্থায় দেখতে পান। তবে পরদিন ২৮ এপ্রিল সকাল ৭টার দিকে খবর আসে, ট্রান্সফরমারটি চুরি করার সময় স্থানীয়রা দুই জন চোরকে হাতেনাতে ধরে ফেলেছে এবং অপর একজন পালিয়ে গেছে।
খবর পেয়ে তিনি এবং তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দা নুরে আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা দুই চোরকে আটকে রাখেন। পরে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের নাম মোঃ রবিউল ইসলাম (২৩) এবং মোঃ রাকিবুল ইসলাম (২০) বলে জানা যায়। তাদের সাথে পলাতক চোর মোঃ সাগর (২০)-এর সম্পৃক্ততার কথাও তারা স্বীকার করে।
পুলিশ ঘটনাস্থল থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের খালি ট্যাংকি, ইনসুলেটর এবং সাতটি ছোট লোহার টুকরা উদ্ধার করে। উত্তেজিত স্থানীয় জনতার মারধরে আটককৃতরা কিছুটা আহত হয়, তবে পুলিশ তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
ঘটনার বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।