নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের চাপ থেকে বাঁচতে তিনি কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে ক্লাস চলাকালীন সময়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় ব্যবসায়ী আলমাসকে ‘কুখ্যাত সন্ত্রাসী’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের হাতে ব্যানার ধরিয়ে দেন তিনি।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার অনৈতিক কুপ্রস্তাব দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারগাঁ থানায়। এছাড়াও বিদ্যালয়ের নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।
সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষকের পদ ধরে রেখেছেন জাহাঙ্গীর আলম। এখন নতুন কৌশল হিসেবে নিজের অপকর্ম আড়াল করতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সাজানো মানববন্ধন করে যাচ্ছেন তিনি। গনমাধ্যমে তার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান লিটন বলেন, “বিলকিস আক্তার থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে কে দোষী।”
তবে নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।