সোনারগাঁয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

(নিরাপত্তাহীনতায় ভুগছেন তমিজ উদ্দিন)

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার বামনা দিঘীরপাড় গ্রামে মো. তমিজ উদ্দিন নামে এক ব্যক্তি তার জমি জোরপূর্বক দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।

ভুক্তভোগী তমিজ উদ্দিন গত ২৮ এপ্রিল (সোমবার) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, হামছাদী মৌজার এস.এ. দাগ ৪৭৩ ও ৪৭২ এবং আর.এস. দাগ ৬৫০ ও ৬৪৯ নম্বরের আওতাভুক্ত মোট ২১ শতাংশ জমি তিনি দলিল, খাজনা ও পৈত্রিক সূত্রে মালিক হিসেবে ভোগদখল করে আসছেন। সেখানে দীর্ঘ ৪০-৫০ বছর ধরে তিনি বাউন্ডারি ওয়ালসহ টিনের ঘর নির্মাণ করে গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ঘরে বিদ্যুৎ সংযোগ ও ইউনিয়ন পরিষদ থেকে হোল্ডিং নম্বরও রয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মৃত আক্কল আলীর ছেলে রফিক (৪৮), মৃত আফির উদ্দিনের ছেলে শাহ আলম (৪৫), হযরত আলীর স্ত্রী (৫৫) এবং মৃত আব্দুল বাতেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। বাধা দিলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

তমিজ উদ্দিন আরও জানান, ২৮ এপ্রিল সকালে তার ভাই আবুল কালাম ও ভাতিজা রায়হান জমির লিচু পাড়তে গেলে অভিযুক্তরা তাদের বাধা দেয় এবং হুমকি প্রদান করে। এক পর্যায়ে অভিযুক্তরা ৭টি গাছ থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের লিচু জোরপূর্বক নিয়ে যায়।

এ ঘটনায় পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তমিজ উদ্দিন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

কালবৈশাখী ঝড়ে সোনারগাঁয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ফসল...

Read more

সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: শুক্রবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি,সুরক্ষা ও সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009