নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: কুরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের প্রতিবেদনের প্রতিবাদে এবং আসন্ন ৩ মে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় হেফাজতে ইসলাম-এর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম সভাপতি, সোনারগাঁ শাখা ও কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খান। লিফলেট বিতরন কালে তিনি বলেন, “ইসলামবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। কুরআন-সুন্নাহর শিক্ষা রক্ষায় আমাদের অবস্থান সুদৃঢ়।”
লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন মাওলানা কামাল হোসাইন, মুফতি সাইদুর রহমান, মাওলানা জামিল হোসাইন, মুফতি ছিদ্দিকুর রহমানসহ সোনারগাঁওয়ের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দ্বীনপ্রেমী মুসলমানরা।
আসন্ন মহাসমাবেশ সম্পর্কে মাওলানা মহিউদ্দিন খান সকল ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে কুরআন-সুন্নাহর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মহাসমাবেশের সময়সূচি:
তারিখ: ৩ মে, শনিবার
সময়: বিকাল ৩টা
স্থান: মোগরাপাড়া চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।