রুহুল আমিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।
মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি, পহেলা মে শুধু পালন করলে হবে না। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।
তিনি বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। শ্রমিকদের জন্য রেশনিং প্রক্রিয়া চালু করতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।
সমাবেশ শেষে লক্ষাধিক লোক নিয়ে র্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কাঁচপুর থেকে বালুরমাঠ পর্যন্ত মিছিল হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাফিজুর রহমান, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোতাহার মোল্লা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইশরাফিল, আনোয়ার হোসেন মোল্লা, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আকরাম হোসাইন, সোনারগাঁও উত্তর থানা জামায়াতের আমির মাওলানা ইসহাক, মো. আসাদুল ইসলাম মোল্লা প্রমুখ।