নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে এক অজ্ঞাত সনাতন ধর্মাবলম্বী নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নৌপুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নারীকে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মৃত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি এবং তার কোনো স্বজনও পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।