নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ডেবিল হান্ট’ পরিচালনার অভিযোগে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতা ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানার পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজউদ্দিন। তিনি জানান, “নাছিরউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।”