নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেধাবী ছাত্রী মুনতাহা তায়েবা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র ১৪ বছর বয়সেই দুর্লভ ও প্রাণঘাতী রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছে অষ্টম শ্রেণির এই কিশোরী, যার প্রতিটি দিন কেটে যাচ্ছে রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে।
মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত মেধাবী ছাত্রী মুনতাহা সবসময়ই শ্রেণিতে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করে আসছিল। হঠাৎ করেই তার দেহে ভয়ানক রোগ ধরা পড়ে, যার একমাত্র কার্যকর চিকিৎসা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট — যার ব্যয় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।
বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকার সিরাজ খালেদা জেনারেল হাসপাতালের কেবিন ৫১৫-তে, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিল করিমের তত্ত্বাবধানে। প্রতিদিনের চিকিৎসা ও রক্ত সঞ্চালনের পেছনে খরচ হচ্ছে ২০-২৫ হাজার টাকা, যা তার পরিবার — পিতা মোখতার হোসেন ও মাতা জেসমিন আক্তার — এর পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এই সংকটময় মুহূর্তে দক্ষিণ কোরিয়াপ্রবাসী মুনতাহার মামা আব্দুল খালেক সবার কাছে করুণ আবেদন জানিয়েছেন — “একটি জীবন বাঁচাতে আপনার ছোট্ট সহানুভূতিই হতে পারে মুনতাহার জীবনের আলো।”
সহযোগিতা পাঠানোর তথ্য:
বাংলাদেশ থেকে:
- বিকাশ (পার্সোনাল): ০১৯২৯১৯৫২৭২
- যোগাযোগ: ০১৬৮২৭৮২৪১০
- Bank Account:
- নাম: MD. MOKTAR
- নাম্বার: 63334000221
- ব্যাংক: Bank Asia, সোনারগাঁ শাখা, নারায়ণগঞ্জ
দক্ষিণ কোরিয়া থেকে:
- KB Bank (Kookmin): 026401-04-289316
- নাম: KHALEQUE ABDUL
- যোগাযোগ: 010-6595-6704
একটি অসহায় শিশুর জীবন বাঁচাতে সক্রিয় ভূমিকা নিন। সাহায্যের হাত বাড়িয়ে দিন, শেয়ার করুন এই বার্তাটি।



