পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ৭ মে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাদিপুর ইউনিয়নের নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এবং কাঠালিয়াপাড়া এলাকার প্রায় ১ কিলোমিটার জুড়ে তিনটি স্পটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২৫০টি বাড়ির রান্নার চুলায় ব্যবহৃত গ্যাস সংযোগ এবং তিনটি হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এবং তিতাস গ্যাসের প্রকৌশলী আনোয়ার হোসেন।
এ সময় প্রায় ৭০ ফিট ২ ইঞ্চি ডায়া, ৬০ ফিট ও ৩০ ফিট ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়। এসব অবৈধ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং করা হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেখানে অবৈধ সংযোগের তথ্য পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।