নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়ন ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মরিস টেক, বস্তুল, হাতুরা পাড়া, কলতাপাড়া, শিবির, উটমা, কোবাগা, সাদিপুর, ওলামাপাড়া, কোনাবাড়ী, হলদাবাড়ী, কাহেনা, বেলাবো, ভরত, আমবাগসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের গুরুত্বপূর্ণ খালগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ভরাট হয়ে গেছে। এতে করে হাজার হাজার বিঘা জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে।
এই সংকট নিরসনে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ আসন থেকে সংসদ নির্বাচনে জামায়েত ইসলামের প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ও জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ বদরুজ্জামান মোল্লা।
এ সময় ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন:
“এই খালগুলো একসময় এলাকার কৃষির প্রাণ ছিল। আজ সেগুলো ভরাট হয়ে শুধু জমির ক্ষতিই করছে না, বরং পরিবেশের ভারসাম্যও নষ্ট করছে। অতি দ্রুত খাল পুনঃখনন না করলে এলাকার কৃষি, পরিবেশ ও মানুষের জীবন জীবিকায় দীর্ঘমেয়াদী বিপর্যয় ঘটবে। আমরা চাই, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক এবং খাল খনন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করা হোক।”