বন্দরে পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও জামাতার মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন(৬৫)। মঙ্গলবার ২০মে দুপুরে দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নাসিরউদ্দিন ওরফে দাদনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের সঙ্গে পরিবারের কর্তৃত্ব নিয়ে প্রথম সংসারের মেয়ে আনুরি বেগম ও জামাতা চঞ্চল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে জামাই শশুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মেয়ের জামাই এবং মেয়ের কিল ঘুষিতে দাদন অসুস্থ হয়ে পড়েন। তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর বৃদ্ধ দাদনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।