নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ বহু দলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ সারোয়ার হোসেন এ আয়োজন করেন। নোয়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলে বিনম্র শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। এছাড়াও মোহাম্মদ সারোয়ার হোসেন বানেশ্বরদী আবুযর গিফারী রা: মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশ থাকবে, ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উক্ত দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন- বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ সারোয়ার হোসেন। এ সময় মাওলানা মোঃ রাশেদ ও আলেম ওলামাগন, মাদ্রসার সকল এতিম ছাত্র ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশনাদী গ্রামের সমাজসেবক মোহাম্মদ ফাইজুল ইসলাম,
জসিমউদ্দীন, ডালিম, রুবেল প্রমুখ।



