সোনারগাঁ: জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপুরে কাঁচপুর বিসিক শিল্পনগরীর মালিক সমিতির কার্যালয়ের সামনে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।



