আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে, তালবাহানা করলে কঠোর প্রতিরোধ— অধ্যক্ষ মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ, ২ জুন:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মামুন মাহমুদ বলেছেন, “আগামী ডিসেম্বরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের তালবাহানা করা হয়, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে যেভাবে প্রতিহত করেছি, তাদেরও একইভাবে প্রতিহত করা হবে।”
সোমবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ মামুন মাহমুদ আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের সাহসী ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তিনি ছিলেন বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



