প্রেস বিজ্ঞপ্তি:
সোনারগাঁ নাগরিক সমাজের সদস্য সচিব কবি খন্দকার পনির বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-এর সোনারগাঁ শাখার মুখ্য সমন্বয়ক পদে যোগ দেওয়ায় নাগরিক সমাজ থেকে অব্যাহতি নিয়েছেন।
রোববার (তারিখ উল্লেখ করুন) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক ফরিদ হোসেনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। অব্যাহতির বিষয়ে খন্দকার পনির লেখেন, “আমি সোনারগাঁ নাগরিক সমাজে সদস্য সচিব থাকাকালীন সময়ে সাধ্যানুযায়ী নীতি-নৈতিকতার সঙ্গে সংগঠনকে ধারণ করেছি এবং মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বর্তমানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের জন্য আমি কোনো বিরাগভাজন না হয়েই অব্যাহতি নিচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের নিয়ম অনুযায়ী সক্রিয় রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ সদস্য পদে থাকতে পারেন না। সেই নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
নাগরিক সমাজের পক্ষ থেকে খন্দকার পনিরের এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে বলে জানা গেছে।



