সোনারগাঁ প্রতিনিধি:
আর মাত্র কয়েক ঘণ্টা পর পবিত্র ঈদুল আযহা। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগ ও ত্যাগের মহিমায় উদযাপন করবেন এই ধর্মীয় উৎসব। তবে এবছর সোনারগাঁয়ে দেখা দিয়েছে কোরবানির পশুর ঘাটতি। বিশেষ করে গরুর সংকট প্রকট আকার ধারণ করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর সোনারগাঁয়ে দুইটি স্থায়ী ও ১৪টি অস্থায়ী হাটের ইজারা দেওয়া হয়েছে। হাটে পশু আনলেও সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। এতে অনেক ক্রেতাই পছন্দসই বা সামর্থ্যের মধ্যে গরু না পেয়ে ছাগলের দিকে ঝুঁকছেন।
হাটে ঘুরে দেখা গেছে, অনেকেই গরু খুঁজে ব্যর্থ হয়ে ছাগল কিনে বাড়ি ফিরছেন। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করে বলছেন, এবার পশুর দাম যেমন বেশি, তেমনি পছন্দমতো গরু পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে স্থানীয় পশু ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে গরু আসা কম হওয়া, স্থানীয়ভাবে চাষ কম হওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে। প্রশাসন জানিয়েছে, কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।
সাধারণ মানুষ আশা করছেন, শেষ মুহূর্তে হলেও কিছুটা স্থিতিশীলতা ফিরবে বাজারে, যাতে সবাই ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন যথাযথভাবে।



