পরিমল বিশ্বাস:
সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০১২ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলামসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ এবং ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা।
প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অনুভূতিতে বলেন, “শিক্ষকরা আমাদের বাবা-মার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক। তাদের শিক্ষা, শাসন ও ভালোবাসা আমাদের জীবনে দিশা দেখিয়েছে। এই সম্মাননা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সামান্য বহিঃপ্রকাশ। আমরা সব সময় আপনাদের পাশে আছি, যেমনটি সন্তান তার অভিভাবকের পাশে থাকে।”
শিক্ষকরাও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান। তারা বলেন, “তোমরা আমাদের গর্ব। শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হও, ভালো প্রতিষ্ঠানে কাজ করো—এই আমাদের প্রার্থনা। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মা-বাবার দোয়া ও আশীর্বাদ নিও। আমরা চাই তোমরা জীবনে আরও সামনে এগিয়ে যাও।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী।



