নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে পরমেশ্বদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ওয়ান আমব্রেলা।
সংগঠনের সভাপতি কাউছার আহম্মেদ শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।
সভায় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদল নেতা করিম রহমান ও ইব্রাহিম সরকার সোহেল, ওয়ান আমব্রেলা সংগঠনের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান ও কোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ।
সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একটি পরিবারের একজন সদস্য মাদকে জড়ালে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, যারা মাদক ব্যবসায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে যুব সমাজকে রক্ষা করতে হবে। প্রত্যেক অভিভাবককে নজর রাখতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এ বিষয়ে সচেতন থাকতে হবে যাতে তারা কোনো খারাপ সঙ্গের প্রভাবে না পড়ে।
সমাজ থেকে মাদক নির্মূল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।



