পরিমল বিশ্বাস:
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১২ জুন, বৃহস্পতিবার বিকেলে সনমান্দী স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি তার বক্তব্যে বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপির কোনো সুনাম যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা দলের জন্য ত্যাগ করেছেন, জেল খেটেছেন—দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে। সাধারণ মানুষের পাশে থেকে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কেউ যেন কারো ওপর অত্যাচার না করে, জমি দখল না করে—এই ব্যাপারে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদলের সাবেক নেতা হারুন রশিদ মিঠু, যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেল, মাসুম বিল্লাহ, রাকিব হাসান, ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসানসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



