সোনারগাঁ, শুক্রবার:
সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম পদত্যাগ করেছেন। শুক্রবার জাতীয় পার্টির অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন।
সফিকুল ইসলাম একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হাত ধরে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। দলের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকার পর তিনি পদত্যাগ করলেন, তবে পদত্যাগের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি।
তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সফিকুল ইসলাম জাতীয় পার্টির শাসনামলে বিভিন্ন সুবিধা ভোগ করার পর বর্তমানে নতুন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র অনুযায়ী, তিনি ইতোমধ্যে বিএনপির সদস্যপদ লাভের জন্য ফরম সংগ্রহ করবেন।
সফিকুল ইসলাম একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।



