সোনারগাঁ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদি গ্রামে ওয়ার্ডভিত্তিক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে জাতীয় রাজনীতি, স্থানীয় সমস্যাবলী এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরব অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলের সক্রিয় সংগঠক শাকিল সাইফুল্লাহ ও খন্দকার পনির।
বক্তারা বলেন,
“মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতিই আমাদের লক্ষ্য। জনগণের ঘরে ঘরে গিয়ে কথা বলা, তাদের দুঃখ-কষ্ট বোঝা, এবং একটি বিকল্প রাজনৈতিক পথ গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর।”
তারা আরও জানান, জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও দাবি আদায়ের সংগ্রামে মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।
বৈঠকে স্থানীয়দের বিভিন্ন মতামত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সোনারগাঁয়ে আরো ব্যাপকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ বলেন,
“আমরা বিশ্বাস করি, গণমুখী রাজনীতি শুধু বক্তৃতা বা পোস্টারে সীমাবদ্ধ নয়—বরং জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোই এর মূল ভিত্তি। এনসিপি সেই রাজনীতির ধারা গড়তে চায়।”



