সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে।
শনিবার (২১ জুন) দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী শিক্ষার্থী প্রস্তাবে রাজী না হলেও একপর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে। পরে শিশির হালদারকে বিয়ের কথা বললে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানালে কৌশলে তাকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেন শিশির। বিষয়টি নিয়ে অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ভুক্তভোগীর বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।
অভিযুক্তের বাবা কমল হালদার বলেন, ‘অভিযোগের বিষয়টি সত্য নয়।’



