নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “সোনারগাঁবাসী চায় আমি এখান থেকে নির্বাচন করি। আমি তাদের সম্মান রাখব।”
রবিবার (২২ জুন) দুপুরে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফুল আলম আশরাফ প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন। ৫ আগস্ট বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এসেছে। শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছেন। এখন সময় এসেছে পরিবর্তনের। দেশবাসী নির্বাচন চায়, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত। আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “সোনারগাঁওয়ে বিএনপির নতুন সদস্য ফরম অনেককে দেওয়া হচ্ছে না—এটি ঠিক নয়। যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তারা সবাই সদস্য ফরম পাবেন। আমি সে ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”
মনোনয়ন প্রসঙ্গে গিয়াস উদ্দিন বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে একযোগে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায় না। এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁওয়ের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি তার যথাযথ মূল্য দেব।”
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন:
- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল
- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম
- সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল
- নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী
- সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন
- সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার
- সোনারগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি আমির হোসেন
এছাড়াও পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



