সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:- রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদি বাজারে জনসংযোগ ও লিফলেট বিতরন করেন।
লিফলেট বিতরনের পূর্বে অধ্যাপক রেজাউল করিম বিষ্ণাদি বাজারে বড় মসজিদে জুম্মা নামাজ আদায় করেন। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফলতা প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। পরে তিনি ৩১ দফা বাস্তবায়নে এলাকার সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এসময় বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-এ-ইয়াছিন নোবেল, বিএনপি নেতা খোরশেদ আলম, জসিস, কাউসার আহমেদ সহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



