সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকায় পৈতৃক সম্পত্তির মাটি জোরপূর্বক কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাটি খেকোর বিরুদ্ধে। সোমবার (৩০ জুন) দুপুরে মোগড়াপাড়া চৌরাস্তার একটি অফিসে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী জমির মালিক মাফিয়া আক্তার।
সংবাদ সম্মেলনে মাফিয়া আক্তার জানান, চর কামালদী মৌজায় তার এবং তার ভাই শাহচ আলম, আল-আমিন, শামীম ও বোন রোজিনার পৈতৃক ২০ শতাংশ জমি রয়েছে। সম্প্রতি ওই জমি বিক্রির জন্য চাপ সৃষ্টি করা হলেও তারা রাজি না হওয়ায় একই এলাকার জসিম উদ্দিন, সুজন ও ওয়াস করনি নামের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমি থেকে মাটি কেটে বিক্রি করে দেন।
তিনি আরও বলেন, “আমাদের অনুমতি ছাড়াই প্রায় ২ লাখ টাকার মাটি কেটে তারা বিক্রি করে। টাকা চাইতে গেলে আমাদের মারধর করে, ভয়ভীতি দেখায় এবং বড় ধরনের ক্ষতির হুমকি দেয়। বর্তমানে তারা আরও প্রায় ৩ লাখ ৭৭ হাজার টাকার মাটি আত্মসাৎ করার পাঁয়তারা করছে।”
এ ঘটনায় মাফিয়া আক্তার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি, যেন দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন সময় এমন অভিযোগ শোনা গেলেও প্রশাসনিক ব্যবস্থার অভাবে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।



