সোনারগাঁয়ে শ্বাসরোধে হত্যাকাণ্ড: প্রধান আসামি নান্টু গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১ জুলাই) রাতে সোনারগাঁওয়ের টিপরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নান্টু পুরান টিপরদীর কাজীবাড়ির মৃত কাজী আব্দুল কাশেমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সকালে সোনারগাঁওয়ের বস্তুল গ্রামে রাস্তার পাশ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন বিকেলে নান্টু তাকে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। সন্ধ্যায় ফাতেমার খোঁজ না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।
তদন্তে উঠে আসে, এনজিওর ঋণের জামিনদার ছিলেন ফাতেমা বেগম। সেই ঋণ মওকুফের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় নান্টু। ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২১, তারিখ: ২৩/৯/২৪, ধারা: ৩০২/২০১/৩৪)।
গ্রেফতারকৃত নান্টুকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।



