নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির ৩১ দফা প্রচার কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকর্মী আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। আহতরা হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাগর।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ জুন) রাত ৯টার দিকে, লাধুরচর-সংলগ্ন চৌরাপাড়া কাঠের ব্রিজ এলাকায়। অভিযোগে বলা হয়েছে, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ ১১ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত মো. ফারুক বলেন, “হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমরা এর প্রতিবাদ করায় তারা আগেও হুমকি দিয়ে আসছিল। এই হামলা পূর্বপরিকল্পিত।”
এ ঘটনায় ফারুক শনিবার সকালে সোনারগাঁও থানায় ১১ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলার খবর শুনে শনিবার বিকেলে আহতদের বাড়িতে ছুটে যান সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এবং সদস্য সচিব সালাউদ্দিন সালু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



