নিউজ সোনারগাঁ :: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই, শুক্রবার সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
- পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর
- সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু
- ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম প্রধান
- বিএনপি নেতা হাজী শাহজালাল, বকুল সাহেব ও জাহের উদ্দিন
- পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলন
- ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন
- পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন
- বিএনপি নেতা রফিক ও সজিব
- যুবদল নেতা মাসুদ, জামান ও শহিদ মিয়া প্রমুখ
বক্তারা বলেন, বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম দলের প্রতিটি স্তরে গণসংযোগ এবং ঐক্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সদস্য ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।



