পরিমল বিশ্বাস:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
শনিবার (৫ জুলাই) বিকেলে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে দোকানপাট, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সকলকে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুঁইয়া, তাঁতী দল সাদিপুর ইউনিয়নের সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গাফফার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুম সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সরকার, যুবদল নেতা নুর নবী, তাঁতী দল নেতা জাকির হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অ্যাডভোকেট মাহমুদুল হাসান রঞ্জুসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আল মুজাহিদ মল্লিক বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আমি ছাত্র আন্দোলনের মাঠ থেকে উঠে এসেছি। আন্দোলনে অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, কেউ আহত হয়েছেন। স্বৈরাচারবিরোধী সংগ্রামে সরাসরি সম্পৃক্ত ছিলাম। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি দলকে উপহার দেবো। আর যদি মনোনয়ন না পাই, তাহলে দলের যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সকলে মিলে কাজ করবো।”
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।



