নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদক সম্রাজ্ঞী সবুজা (৬৫) ও তার মেয়ে লিপি আক্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টায় উপজেলার সোনারগাঁও পৌরসভার টিপরদী বসুরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী সবুজার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার এসআই মোঃ শহিদুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টিপরদী গ্রামের ব্যবসায়ী মোক্তার হোসেনের ফুফু সবুজা আক্তার প্রায় ৪০ বছর যাবত এলাকায় রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। এ ব্যাপারে তার ভাই ও ভাতিজারা সহযোগিতা করে আসছে। কেউ কেউ সবুজার মাদক ব্যবসাকে কেন্দ্র করে অর্থের পাহাড় গড়েছেন বলেও এলাকায় জানা যায়। বিভিন্ন সময় মাদক সম্রাজ্ঞী সবুজাকে পুলিশ গ্রেফতার করলেও ওই স্বজনদের সহযোগিতায় কারাগার থেকে বের হয়ে আবারো পুরনো ব্যবসায় জড়িয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, মাদক সম্রাজ্ঞী সবুজা আক্তার ও তার স্বজনদের গড়ে তোলা মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টো তাদেরকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। একই সাথে তার বাড়িতে এলাকার চিহ্নিত অনেক ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াতের কারণে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না বলে জানান।
গ্রামবাসী আরো বলেন মাদক সম্রাজ্ঞী সবুজা ও তাকে সহায়তাকারী স্বজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার এস আই মোঃ শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাঁজাসহ সবুজা আক্তার ও তার মেয়ে লিপি আক্তার কে গ্রেফতার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া গাজার পরিমাপ করা হয়নি। তিনি আরো জানান থানার অন্য একটি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে বিস্তারিত বলতে পারছেন না।



