নিউজ সোনারগাঁ: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৪.৮১%। পাশাপাশি মাদ্রাসা ও দাখিল শিক্ষার্থীদের ফলাফল ছিল তুলনামূলকভাবে ভালো, যেখানে পাশের হার ৭৩.২৬%।
সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৩ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৪৫৯ জন উত্তীর্ণ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে এবারের দাখিল (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩০৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।
সোনারগাঁয়ে শিক্ষার মান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল রয়েছে।



