নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখীতে অবস্থিত জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার নবনির্মিত ভবন উদ্বোধন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
১২ জুলাই (শনিবার) বিকেলে মাদ্রাসা অডিটরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এতিমখানার ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাষী হাউজিং প্রাইভেট লিমিটেডের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা।
প্রধান অতিথি ছিলেন আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদীপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা খোরশেদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ আমজাদ হক আপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল মুজাহিদ মল্লিক বলেন,
“মানুষ দুটি কারণে ধ্বংস হয়— এক, অতিরিক্ত খাবার; দুই, অতৃপ্ত লোভ। বেশী খেলে শরীর নষ্ট হয়, আর লোভ মানুষকে নৈতিকভাবে ধ্বংস করে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব আজ অপরিসীম। কুরআন ও হাদিসের প্রকৃত শিক্ষায় মানুষ গড়ে উঠলে সমাজে আর অপরাধ থাকবে না। কুরআনের ব্যাখ্যা সঠিকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠান শেষে নানাখী স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি পদে দোয়া চান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানান।
এ সময় এলাকার সাধারণ মানুষ অংশ নিয়ে আয়োজনকে সফল করে তোলে।



