পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম সরকার ফেসবুকে একটি প্রশ্নবোধক পোস্ট দিয়ে দলীয় নেতাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি তাঁর ব্যক্তিগত আইডিতে দেয়া স্ট্যাটাসে দলের প্রকৃত ও বিবেকবান নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।
সেলিম সরকার লিখেছেন,
“পা’চাটা চামচাদের নয়, আমি প্রশ্ন করছি প্রকৃত, বিবেকবান, খাঁটি বিএনপি নেতা-কর্মীদের কাছে। আশা করছি আপনারা উত্তর দেবেন।”
তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অমার্জনীয় অপকর্মের অভিযোগ উঠেছে। এমনকি থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধেও অভিযোগের ফিরিস্তি উঠে এসেছে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে।
এরপর তিনি সরাসরি প্রশ্ন তোলেন:
“আমি যদি আমার বৈধ লিজ ও দখলের জমি আওয়ামী কবল থেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, তাহলে গত ১১ মাসে ইউনিয়নভিত্তিক বিএনপি নেতাদের বিরুদ্ধে যে শত শত অপকর্মের অভিযোগ উঠেছে—তাদের কারও কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় নাই? তাহলে তাদের অব্যাহতি বা বহিষ্কার করা হয়নি কেন?”
এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে ‘ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ’ বললেও, অনেকেই মনে করছেন এটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র ও শৃঙ্খলার প্রশ্নে একটি সাহসী পদক্ষেপ।
সেলিম সরকারের প্রশ্নের জবাব দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।



