নিউজ সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৫) সোনারগাঁ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে বৈষম্য বিরোধী আইনে দায়ের করা মামলার ১ জন, অন্যান্য মামলায় ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি রয়েছে।
আসামিদের গ্রেফতারের পর যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



