জুলাই-আগস্ট গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
“ধর্ম, বর্ণ, ভিন্নমতের সবার জন্য খেলাফত”—এই স্লোগানকে সামনে রেখে ১৮ জুলাই শুক্রবার বাদ জুম্মা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিশ এর সদস্য ও মোগড়াপাড়া চৌরাস্তা জামে মসজিদের খতিব মহিউদ্দিন খান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া বিভিন্ন গণহত্যার বিচার দাবি করবেন। একই সাথে ইসলামী খেলাফত কায়েমের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হবে।
বিক্ষোভে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।



