পরিমল বিশ্বাস: ঘোষণা অনুযায়ী সোনারগাঁয়ে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। এতে দীর্ঘ সময় অপেক্ষার পর হতাশ হয়ে পদসভা স্থল ত্যাগ করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জানা যায়, এনসিপির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদের সামনে এক পদসভা আয়োজন করা হয়। বিকেল ৫টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন এনসিপির সোনারগাঁ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা, সাধারণ সমর্থক ও কৌতুহলী জনগণ। সন্ধ্যা ৬টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত নেতারা না আসায় সবার মাঝে হতাশা বিরাজ করে।
পরে আয়োজক কমিটি ঘোষণা দেয়, কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জের জনসভা শেষে হাজীগঞ্জে জুলাই শহীদদের বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। সেখানে সময় বেশি লাগায় এবং রাত হয়ে যাওয়ায় তারা সোনারগাঁ পদসভায় অংশ নিতে পারেননি।
এ বিষয়ে সোনারগাঁ এনসিপির প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ বলেন, “নারায়ণগঞ্জের সভা দীর্ঘ হওয়ায় এবং হাজীগঞ্জে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সময়ের ঘাটতির কারণে কেন্দ্রীয় নেতারা আর সোনারগাঁ আসতে পারেননি। তবে কর্মসূচির spirit ধরে রাখতে আমরা স্থানীয়ভাবে সভা সমাপ্ত করেছি।”
স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও শান্তিপূর্ণভাবে বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ ঘটনায় সোনারগাঁয়ের এনসিপি সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



