নিউজ সোনারগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী চলমান নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এশিয়ান হাইওয়ে রোডের বস্তল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ এবং তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সক্রিয় রয়েছে। দেশব্যাপী যে কোনো নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করা হবে।”
তারা আরও বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আগামীতেও করে যাব। যারা অপপ্রচার চালিয়ে আন্দোলন ভিন্ন খাতে নিতে চায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে।”
বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল এশিয়ান হাইওয়ে রোড প্রদক্ষিণ করে শেষ হয়।



