নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির সার্বিক অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জুলাই শনিবার বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হলদে বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল মাওলানা হুমায়ুন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিছুর রহমান, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আয়তুল্লা, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন,
“আওয়ামী লীগ সরকারের সময় আমরা মন খুলে কথা বলতে পারিনি। আমাদের ওপর নানা ধরনের জুলুম ও নির্যাতন চালানো হয়েছে। তবুও আমরা দমে যাইনি—দুবার গতিতে এগিয়ে গেছি। সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী উপজেলা, যার নাম সারা বাংলাদেশে পরিচিত। এই সোনারগাঁকে আপনাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাজাতে হবে।”
তিনি আরও বলেন,
“আমাদের উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে, বিএনপিকে সুসংগঠিত করা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া।”
আলোচনা সভায় নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে বিএনপিকে সংগঠিত করতে হবে এবং জনগণের অধিকার রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।



