নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশিষ্ট উলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর ফুট প্যারাডাইজ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈন উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া।
প্রধান বক্তা ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন,
“সোনারগাঁয়ে একসময় আরবি বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু এখন শিক্ষার মান কোথায় গিয়ে ঠেকেছে? ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানও নেই। তাই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে, শিক্ষকদের জাতীয় বেতন কাঠামোর আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন,
“ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সরকারিভাবে বেতন-ভাতা দিতে হবে। কোরআনের আলোকে সমাজ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ শুধু মুখে নয়, বাস্তবতায় আনতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁ উত্তর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম এবং দক্ষিণ থানা সেক্রেটারি মো. আসাদুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন—
- মাওলানা শাহ আলম, আরবি প্রভাষক, গোপালদী মাদ্রাসা
- মাওলানা রহমত উল্লাহ মাদানী
- মাওলানা আবুল কালাম আজাদ
- মাওলানা মহিউদ্দিন, প্রিন্সিপাল, বারদী নেছারিয়া আলিম মাদ্রাসা
- মাওলানা আবু জাফর আতাউল্লাহ, সাবেক প্রিন্সিপাল, সাদিপুর মাদ্রাসা
- দেওয়ান খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলার তদারক কর্মকর্তা
সোনারগাঁ দক্ষিণ থানা জামায়াতের সভাপতি মাহবুবুর রহমান বলেন,
“হাতের বদল হয়েছে, নেতার বদল হয়েছে; কিন্তু আদর্শের কোনো পরিবর্তন হয়নি।”
মাওলানা কবির হোসাইন, প্রিন্সিপাল, তানযিমুল কোরআন মাদ্রাসা বলেন,
“আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।”
সভাপতির বক্তব্যে মাওলানা ইসহাক মিয়া বলেন,
“সকল মত ও পথের মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
📌 উল্লেখযোগ্য দাবি:
- ইমাম, কওমি শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন
- মাদ্রাসাগুলোর জাতীয়করণ
- শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা
এ অনুষ্ঠানটি জামায়াতের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য বার্তা বহন করে।



