নিউজ সোনারগাঁ ডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসেনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) সকালে পৌরসভার আদমপুর বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক তার বন্ধু মোক্তার হোসেনকে বাজারে প্রকাশ্যে চাপাতি দিয়ে আক্রমণ করে। এতে মোক্তারের মাথায় গুরুতর আঘাত লাগে।
জানা গেছে, অভিযুক্ত মোবারকের কাছে বন্ধু মোক্তার হোসেন ২ হাজার টাকা পেতেন। টাকা চাইলে নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান মোবারক। গত রবিবার মোক্তার মোবারকের দত্তপাড়া এলাকার বাড়িতে গিয়ে পাওনা টাকা চেয়ে কথা বলেন। মোবারককে না পেয়ে তার পরিবারের সদস্যদের কাছে টাকার বিষয়টি জানিয়ে ফিরে আসেন।
এর জের ধরে পরদিন সকালে মোবারক প্রথমে মোক্তারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘরে ভাঙচুর চালায়। পরে আদমপুর বাজারে মোক্তারকে দেখে প্রকাশ্যে চাপাতি নিয়ে হামলা চালায়। এতে বাজারে উপস্থিত লোকজন মোবারককে ধরে পিটুনি দিয়ে আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়।
তবে অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়রা মোবারককে মোক্তারের বাড়িতে নিয়ে আটক করে রাখে। কিছুক্ষণ পর সুযোগ বুঝে মোবারক কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, উভয়েই মাদকসেবী এবং পূর্ব পরিচিত বন্ধু। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



