সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি মামরকপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল (রোববার) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কামরুল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিকেলে প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
এর আগে রবিবার (২৭ জুলাই) রাত আড়াইটার দিকে রান্নাঘরের গ্রিল কেটে ওই বাড়িতে ঢুকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করা হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. রাশেদুল হাসান খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’



