নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত সোমবার (২৮ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের সময় সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। দায়িত্ব পালনকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০) থামানো হয়। বাসটি থামার সঙ্গে সঙ্গেই এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মোঃ আলম (৩৪), ব্লাক-আই মুছুনী ক্যাম্প কক্সবাজার জেলার মৃত হাসান আলীর ছেলে।
পরে আসামির দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির নিচে থাকা হাফপ্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো কসটেপযুক্ত ২০টি ছোট পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ৫০ পিস করে সর্বমোট ১,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় উদ্ধারকৃত সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি সোনারগাঁ থানার মধ্য দিয়ে যাওয়ায় এই সড়ককে ব্যবহার করে মাদক কারবারিরা টেকনাফ, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে রাজধানীসহ আশপাশের এলাকায় মাদক পাচার করছে। তবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সোনারগাঁ থানা পুলিশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



