পরিমল বিশ্বাস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নয়াপুর বাজারে স্থানীয় দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান আপেল।
এ সময় শত শত নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন দোকানে যান এবং গাড়ি থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন।
এতে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সরকার, কাচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল-আমিন অভি, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ মাসুদ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা লিটন সাউদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা পড়ুন, বোঝার চেষ্টা করুন। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে। আমি এসেছি আপনাদের দোয়া নিতে, একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে নয়, একজন সেবক হিসেবে। সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী এলাকা, এর সুনাম সারাদেশে। তাই এ অঞ্চলকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সততা, নিষ্ঠা ও দলের প্রতি আনুগত্য নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে সুসংগঠিত করতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”
এই কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।



