নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো—রিনা বেগম (৩৮), মো. শুভ (২১) ও মো. আক্তার হোসেন। তারা মাদক গাঁজা পেটে ও পিঠে রশি দিয়ে বেঁধে এবং ইয়াবা মোটরসাইকেলের মাধ্যমে বহন করছিল বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে মেঘনা টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন তিনজনকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের দেহ ও বহনকৃত মোটরসাইকেল তল্লাশি করে পেট ও পিঠে রশি দিয়ে বাঁধা ৩ কেজি গাঁজা এবং মোটরসাইকেলের সিটের নিচ থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সাধারণ তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। পরে তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মাদক কারবারে জড়িত থাকার অতীত ইতিহাসও খতিয়ে দেখা হচ্ছে।



