নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলে নির্মাণাধীন একটি সাততলা ভবন থেকে পড়ে রুহুল আমিন (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন রংপুরের কাউনিয়া থানার পূর্বচালহাট গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে। তিনি সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকায় নোয়াব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের বাবা আতাউর রহমান জানান, রুহুল মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট ফ্যাক্টরিতে রাজু নামের এক ঠিকাদারের অধীনে রংয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি ভবনের সপ্তম তলায় রঙের কাজ করছিলেন। এ সময় নিরাপত্তা বেল্ট ফসকে গেলে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, শ্রমিক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



