নিউজ সোনারগাঁ : ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিউ ঢাকা মোড় থেকে শুরু হয়ে কাঁচপুর সেতু পর্যন্ত একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এর আগে নিউ ঢাকা মোড়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মো. মমিনুল হক সরকার। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছিল। দেশে যেন আর কোনো স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য কঠোর আইন প্রণয়ন প্রয়োজন।”
তিনি আরও বলেন, “জুলাই মাস না এলে কেউ নির্বাচন নিয়ে কথা বলত না। প্রকৃত সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু বিচার সম্ভব নয়। জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে হবে—তাদের কারণেই জাতি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। একইসাথে আওয়ামী লীগের বিচারের দাবি জানান তিনি।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও অ্যাডুকেশন সোসাইটির সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, জেলা সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ উপজেলার এমপি প্রার্থী আনোয়ার মোল্লা, জেলা শূরা সদস্য অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাসউদুর রহমান গিয়াস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, এবং জেলা ছাত্রশিবির সভাপতি আকরাম হোসাইন।



