নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মহাসড়কে ছিনতাই, চুরি ও ডাকাতির অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
জানা যায়, গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কাঁচপুর মহাসড়কে একটি গাড়ির ভেতর থাকা মালামাল চুরি করার সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়। স্থানীয়দের তৎপরতায় তারা ঘটনাস্থলেই ধরা পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাঁচপুর ও আশপাশের এলাকায় মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। আটক হওয়ার সময় তারা গোপনে গাড়ির দরজা খুলে ভেতরের জিনিসপত্র সরিয়ে নিচ্ছিল।
স্থানীয়রা জানায়, কাঁচপুর এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা এই অপরাধীদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার দাবি জানান এবং সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তির আহ্বান জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।



