বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় পরিবেশ দূষণকারী একটি অবৈধ চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা হাজী মোঃ গোলজার হোসেন প্রধানের বিরুদ্ধে।
সরেজমিন ঘুরে দেখা যায়, তালতলা এলাকার এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেড প্রকল্পের ভেতরে চামড়া পুড়িয়ে পেস্ট তৈরির একটি অবৈধ কারখানা গড়ে তোলা হয়েছে। এতে প্রতিনিয়ত ছড়ানো তীব্র দুর্গন্ধে এলাকার সাধারণ মানুষ ও পাশের আড়াইহাজার-মদনপুর মহাসড়কের পথচারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুর্গন্ধের কারণে এলাকাবাসীর অসুস্থতা ও দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটি বিগত ছয় মাস ধরে চালু রয়েছে এবং এর কার্যক্রম চালাতে একটি ট্রেড লাইসেন্স গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ জাকির হোসেন। তবে জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং পরিবেশ দূষণকারী কোনো প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়নি।
অভিযোগ রয়েছে, কারখানার মূল হোতা গোলজার হোসেন প্রধান একজন বিতর্কিত ব্যক্তি। অতীতে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম চালাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে গোলজার প্রধান দাবি করেন, তিনি প্রতিষ্ঠানটি কেবল ভাড়া দিয়েছেন এবং দুর্গন্ধ বা পরিবেশ দূষণের বিষয়ে কেউ তাকে কিছু জানাননি।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই অবৈধ কারখানা বন্ধ করে তাদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।



